ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদযাত্রায় ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর পা বিচ্ছিন্ন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ঈদযাত্রায় ট্রেনে উঠতে গিয়ে যাত্রীর পা বিচ্ছিন্ন  ঘরমুখো মানুষের ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন সোহেল রানা (৩০) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৪ জুন) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত সোহেলের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে।  

রেলওয়ে পুলিশ সূত্র জানায়, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কর্মস্থল ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরতে স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন সোহেল।

বিকেলে প্ল্যাটফর্মে রাজশাহীগামী একটি ট্রেন প্রবেশ করে। হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার সময় নিচে পড়ে যান তিনি।  

এ সময় ট্রেনে কাটা পড়ে তার ডান পায়ের হাঁটুর নিচে কাটা পড়ে। এতে পা টি বিচ্ছিন্ন হয়ে গেছে সোহেলের।  

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বাংলানিউজকে জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমএ       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।