ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রাম্প-কিমের সংলাপকে স্বাগত জানালো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ট্রাম্প-কিমের সংলাপকে স্বাগত জানালো বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প-কিম জং/ফাইল ছবি

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের ঐতিহাসিক সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। দুই  শীর্ষ নেতার সংলাপে মধ্যে দিয়ে দীর্ঘদিনের উত্তেজনা হ্রাস পাবে বলেও প্রত্যাশা করছে ঢাকা।

বৃহস্পতিবার (১৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরো উল্লেখ করা হয়, দুই শীর্ষ নেতার সংলাপের পর যৌথ ঘোষণায় কোরিয়া উপদ্বীপে শান্তি পুনঃস্থাপন, স্থিতিশীলতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

শান্তি প্রতিষ্ঠার এ উদ্যোগকে সব পক্ষ সমর্থন করবে বলেও প্রত্যাশা করছে বাংলাদেশ। সংলাপের মধ্যে দিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা হবে। বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকবে।

১২ জুন সিঙ্গাপুরে  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক সংলাপ হয়। এ সংলাপ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা।  

বাংলাদেশ: ১১৫৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
টিআর/এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।