ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা আদায়, এসআই ক্লোজড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক বিক্রেতা সাগর মিয়াকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপ পরিদর্শক (এসআই) সামসুল হককে ক্লোজড করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক। 

বুধবার (১৩ জুন) বিকেলে বন্দর ফাঁড়ি থেকে এসআই সামসুল হককে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। এসআই সামসুল হকের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমদাদুল হক।

 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর ফরাজীকান্দা এলাকার লাহর বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে মাদক বিক্রেতা সাগর মিয়াকে সোমবার (১১ জুন) রাতে বন্দর পুলিশ ফাঁড়ির এসআই সামসুল হক আটক করেন। এরপর ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৩ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নেন বলে সাগরের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করেন। মঙ্গলবার ৫৫ পিস ইয়াবাসহ সাগর মিয়াকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।