ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ১২, ২০১৮
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী  দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ঢাকা: চারদিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মঙ্গলবার ( ১২) জুন রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।  

জি-৭ সামিটে অংশ নিতে গত ৭ জুন কানাডা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ৮-১১ জুন জি-৭ সামিটের আউটরিচ সেশনে যোগ দেন তিনি।

সফরকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়।  

**কানাডায় প্রধানমন্ত্রী
**কানাডার গভর্নর জেনারেলের ভোজসভায় প্রধানমন্ত্রী
**নূর চৌধুরীকে ফেরত দিতে ট্রুডোকে প্রধানমন্ত্রীর অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও এই সামিটে অংশ নেন।  

এবারের জি-৭ সামিটের আউটরিচ সেশনের প্রতিপাদ্য ছিলো ‘জীবনের জন্য অপরিহার্য সমৃদ্ধ মহাসাগর, সাগর ও উপকূল’।  

কানাডায় অনুষ্ঠিত এই সামিটে জি-২০ এর চেয়ার ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট, হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোসে, জ্যামাইকার প্রধানমন্ত্রী, কেনিয়ার প্রেসিডেন্ট, নরওয়ের প্রধানমন্ত্রী, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীও অংশ নেন।   

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ১৩ জুন, ২০১৮
এমইউএম/টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।