ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কর্মস্থল পালানো গৃহকর্মী উত্তরায় ‘ধর্ষিত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ২, ২০১৮
কর্মস্থল পালানো গৃহকর্মী উত্তরায় ‘ধর্ষিত’

ঢাকা: রাজধানীর উত্তরায় কর্মস্থল থেকে পালিয়ে রাস্তায় ১২ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (০২ জনু) সকালে ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য বেলা তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলো- ঝন্টু (২৪) ও তার সহযোগী মোফাজ্জল (১৮)।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, উত্তরা সেক্টর ১ এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করতো ওই কিশোরী। শুক্রবার (০১ জুন) রাতে ওই বাসা থেকে পালিয়ে জসিম উদ্দিন রোড এলাকয় আসে সে। পরে সেখানে এক নিরাপত্তাকর্মী শিশুটিকে ধর্ষণ করে।  

খবর পেয়ে সকালে ওই নিরাপত্তাকর্মীসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।  

ওসি বলেন, কিশোরী গৃহকর্মী কেন তার কর্মস্থল থেকে পালিয়ে রাস্তায় এলো- তা তদন্ত করে দেখা হচ্ছে। আর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ০২, ২০১৮
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।