ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উখিয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে বৃদ্ধ খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৫, মে ৩১, ২০১৮
উখিয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে বৃদ্ধ খুন

কক্সবাজার: কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়ায় চিংড়ির ঘের দখল করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো দায়ের কোপে জোহর আহমেদ (৫০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।

বুধবার (৩০ মে) দিবাগত রাতে এ খুনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

ওসি আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, আঞ্জুমানপাড়ায় দীর্ঘদিন ধরে চিংড়ির ঘের দখল করা নিয়ে প্রতিপক্ষ মুক্তার আহমেদ ওরফে কালা চাঁনের সঙ্গে জোহর আহমেদের বিরোধ চলছিলো। কয়েকদিন আগে কালা চাঁন তার লোকজনকে নিয়ে জোহরের ভাইকে মারধর করেন। পরে স্থানীয়রা বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে মীমাংসা করে দেয়। এনিয়ে বুধবার রাতে কালা চাঁন ধারালো দা দিয়ে জোহরকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই জোহরের মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মে ৩১, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।