বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাত সাড়ে নয়টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর বাসাবোর ওহাব কলোনি ও তালতলা মার্কেট বস্তিতে থানা পুলিশ ও ডিএমপি'র বিভিন্ন ইউনিটের সমন্বয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি'র মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিনগত রাত ৯টার দিকে মতিঝিল বিভাগের পুলিশ বাসাবোর বৌদ্ধ মন্দিরে জড়ো হয়। সেখান থেকে নির্দেশনা অনুযায়ী পুলিশ দুই দলে বিভক্ত হয়ে বাসাবোর ওহাব কলোনি ও তালতলা মার্কেট বস্তিতে অভিযান চালায়। অভিযানে ওহাব কলোনি থেকে ২৩ জন ও তালতলা মার্কেট বস্তি থেকে ১০ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিচ ইয়াবা, ১১ কেজি গাঁজা, ১২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। আটক সবাই মাদক ব্যবসায়ী।
তিনি আরও জানান, আটক কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। যাচাই বাছাই শেষে যাদের মাদক ব্যবসায় সম্পৃক্ততা পাওয়া যাবে না তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নতুন মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, মে ৩১, ২০১৮
পিএম/ওএইচ/