ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৮, মে ২৯, ২০১৮
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মে) সকালে বাবুগঞ্জের পাংশায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পাংশা এলাকার ইউনিট পেট্রোল পাম্পের সামনে একটি পত্রিকাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ে ৪০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়।  আহত হন ইয়াসিন (৩০), তুহিন (৩০), মিঠু (২৫), অজ্ঞাত (৩০), অজ্ঞাত (৩৫), আবু রায়হান (৩০) নামে আরো ছয়জন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।