সোমবার (২৮ মে) রাত ১২টার দিকে কচুয়া উপজেলার টেংরাখালি (হাজরাপাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে সোমবার রাতে আব্দুল আজিজের এসএসসি পরীক্ষার্থী মেয়েকে তার বোন মারধর করেন।
মঙ্গলবার (২৯ মে) সকালে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতককে আটকের চেষ্টা চলছে।
তবে আব্দুল আজিজের বোনের নাম জানায়নি পুলিশ।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এসআই