সোমবার (২৮ মে) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রামচরণ গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকার সন্তুষ সরকারের ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বাংলানিউজকে বলেন, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজমেরী গ্লোরী পরিবহনের দু’টি বাস পাল্লাপাল্লি করে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসের দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন হেলপার রামচরণ। একপর্যায়ে ওভারটেক করার সময় ওই বাস দু’টির মাঝে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ২৯, ২০১৮
আরএস/টিএ