নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল (২৭) ও একই গ্রামের জিয়ারুল (বয়স জানা যায়নি)। প্রাথমিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৮ মে ) সকাল ৮টায় শার্শার ত্রিমহনী নামক স্থানে দূরপাল্লার যানবাহনের সঙ্গে সংঘর্ষে নসিমনে থাকা ওই দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আম সংগ্রহ করতে নসিমন নিয়ে নাভারণের দিকে যাচ্ছিলেন ৫ ব্যবসায়ী। এসময় দূরপাল্লার একটি যানবাহন নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) পলিটন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঘাতক যানবাহনটি পালিয়ে গেছে। নিহতদের মরাদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ২৯, ২০১৮
এজেডএইচ/জেডএস