ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮
ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন মানববন্ধন/ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

সোমবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা সংস্থা আয়োজনে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংস্থার চেয়ারম্যান লক্ষ্মী চ্যার্টাজির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্ট্রান মহিলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপালী চক্রবর্তী, কমিটির সহ সভাপতি গীতা বিশ্বাস, কমিটির জেলা সভাপতি গুরুদাশ রায়, অধ্যক্ষ হোসনে আরা বেগম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) বারসিকের সমন্বয়কারী বিমল রায়, হাঙ্গার প্রজেক্ট জেলার সভাপতি তাজরানা ইয়াসমিন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দীকী প্রমুখ।

 

গত ২২ মে মঙ্গলবার বাবার সঙ্গে ঘিওর উপজেলার কলতা গ্রামে আত্মীয় বাড়িতে পুজা দেখতে যায়। ওই দিন রাত ৮ টার দিকে পুজার অনুষ্ঠানস্থল থেকে কৌশলে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে যান একই গ্রামের জসিম মিয়ার ছেলে জনি (২০)।

এরপর তাকে পাশের ফাঁকা মাঠে নিয়ে জনিসহ একই এলাকার বাবলু মিয়ার ছেলে রুবেল (২৬) ও ইয়াদ আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫) তাকে ধর্ষণ করে। ঘটনার দুই দিন পর নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর মা ঘিওর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।