ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১৮
দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২৮

দিনাজপুর: দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ মে) রাত থেকে সোমবার (২৮ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য বাসন্তি রানী রায় বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৪ বোতল ফেনসিডিল, ১২০ পিস ইয়াবা, ৫৫ লিটার চোলাই মদ, ৪৭৫ গ্রাম গাঁজা, ১২০ পিস নেশা জাতীয় ইনজেকশন ও ৭ দশমিক ৮৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে পৃথকভাবে সংশ্লিষ্ট থানায় ২৩টি মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে দুপুরের মধ্যে দিনাজপুর আদালতে হাজির করা হবে বলেও জানান বাসন্তি রানী রায়।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।