ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে মাদক বিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, মে ২৮, ২০১৮
ঝিনাইদহে মাদক বিক্রেতাদের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ 

ঝিনাইদহ: ঝিনাইদহে মাদক বিক্রেতাদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’  ফরিদ হোসেন (২৭) নামে এক বিক্রেতা নিহত হয়েছেন। 

রোববার (২৭ মে) দিবাগত রাত রাত দেড়টার দিকে সদর উপজেলার জাড়গ্রামে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেন শহরের পাগলাকানাই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, দু’দল মাদক বিক্রেতার মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল জাড়গ্রামে যায়। সেখান থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।  

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ২০ বোতল ফেনসিডিল ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।  

পরে সকালে নিহতের স্বজনরা এসে তার পরিচয় নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছে, মাদক বা মাদকের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে এ হত্যার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মে ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।