ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকা: রাজধানীর মিরপুরে রূপনগর থানাধীন ট-ব্লক এলাকায় ডিবি পুলিশের (পশ্চিম) সঙ্গে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।

রোববার (২৭ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রূপনগর থানা উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রূপনগর ট-ব্লক এলাকায় সরকারী কর্মচারীদের জন্য নির্মাণাধীন ভবনে মাদকব্যবসায়ীর অবস্থান করছে, এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রাত ৩টার দিকে সেখানে যায়। অবস্থা বেগতিক বুঝে মাদকব্যবসায়ীরা গুলি ছোঁড়ে পুলিশদের উদ্দেশ্য করে। গোয়েন্দা পুলিশের দলটিও পাল্টা গুলি ছুঁড়লে একজন নিহত হন।  

নিহত ব্যক্তির নাম জানা যায়নি। তার কাছ থেকে একটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়। ভোর চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৪৩০ ঘণ্টা, মে ২৮, ২০১৮
ইইউডি/এজেডএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।