ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেরোইনসহ দুর্ধর্ষ নারী মাদক বিক্রেতা ইয়াসমিন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
হেরোইনসহ দুর্ধর্ষ নারী মাদক বিক্রেতা ইয়াসমিন গ্রেফতার মোসাম্মৎ ইয়াসমিন। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনায় ৫০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের (৫০৭ গ্রাম) হেরোইনসহ একাধিক মামলার আসামি নারী মাদক বিক্রেতা মোসাম্মৎ ইয়াসমিনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ মে) দিনগত রাত ১২টার দিকে শহরের পূর্ব মঈনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইয়াসমিন ওই এলাকার বাসিন্দা একাধিক মামলার আরেক আসামি মাদক বিক্রেতা মেহেদী হাসানের স্ত্রী।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, জেলার চিহ্নিত মাদক বিক্রেতাদের মধ্যে মেহেদী ও ইয়াসমিন দম্পতি অন্যতম। তবে ইয়াসমিন মাদক বিক্রিতে স্বামী মেহেদীর চেয়ে এগিয়ে রয়েছেন।  

ইয়াসমিন একজন দুর্ধর্ষ প্রকৃতির একজন নারী বলেও দাবি করেন ওসি।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এসকে/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ