ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে অস্ত্র-মাদকসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
ভৈরবে অস্ত্র-মাদকসহ আটক ৩ অস্ত্র-মাদকসহ আটক তিন মাদক বিক্রেতা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১৩ হাজার ৭৯৫ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রোববার (২৭ মে) সকালে উপজেলার আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পুরানগাঁও এলাকার মৃত মহিউদ্দিন শেখের ছেলে আলমগীর (৪০), একই উপজেলার দক্ষিণ সরারচর এলাকার মৃত মস্তু মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নয়াচর এলাকার মৃত আওয়াল মিয়ার ছেলে ইলিয়াছ (৩৫)।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান
বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৭৯৫ পিস ইয়াবা, তিন বোতল ফেনসিডিল ও রামদা, চাপাতি, হাসুয়া, বল্লমসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ মাদক বিক্রির নগদ ২৪ হাজার টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।