ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তজুমদ্দিনে কাঁকড়া চাষ সম্প্রসারণে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
তজুমদ্দিনে কাঁকড়া চাষ সম্প্রসারণে কর্মশালা কাঁকড়া চাষ সম্প্রসারণে কর্মশালা

ভোলা: ভোলার তজুমদ্দিনে কাঁকড়া চাষ প্রযুক্তি সম্প্রসারণ ও ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক স্টার্ট-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ মে) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল আলম জাহাঙ্গির।

আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের অর্থায়নে পল্লীকম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কর্মশালার আয়োজন করে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক বীথি ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা বেগম সাজুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ হোসেন হান্নান, সোনাপুর ইউনিয়নের চেযারম্যান কামাল উদ্দিন, ডা. রতন কুমার ঘোষ, ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর রাশেদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।