ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের তার থেকে কাক উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
বিদ্যুতের তার থেকে কাক উদ্ধার করলো ফায়ার সার্ভিস বিদ্যুতের তার থেকে কাক উদ্ধার করলো ফায়ার সার্ভিস। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ভবনের পাশে একটি বিদ্যুতের প্রধান তারে আটকা পড়া কাককে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে কাকটিকে জীবিতভাবে আকাশে উড়িয়ে দেন তারা।

রোববার (২৭ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলা আইনজীবী সমিতির ভবনের সঙ্গে বিদ্যুতের পিলারের তারের সঙ্গে সুতাতে জড়িয়ে আটকে যায় একটি কাক।

 সেখানকার রনি নামে এক যুবক ফায়ার সার্ভিসকে ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বার ভবনের বারান্দা থেকে ৩০ মিনিটের চেষ্টার পর কাকটিকে উদ্ধার করেন।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান ফখরুদ্দিন বাংলানিউজকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাকটিকে মুক্ত করে দিয়েছি। প্রথমে কেউ দুষ্টুমি করছেন ভাবলেও পরে গিয়ে কাকটিকে উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।