ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে জোড়াখুনের প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
মৌলভীবাজারে জোড়াখুনের প্রধান আসামি ৩ দিনের রিমান্ডে

মৌলভীবাজার: মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম চৌধূরী তুষারের (২৭) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ মে) দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন।

তুষার শহরের বড়হাট এলাকার সাবেক কমিশনার আকিকুল ইসলামের ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল আহম্মদ বাংলানিউজকে বলেন, ২২ মে দুপুরে তুষার আদালতে আত্মসমর্পণ করে জামিন মঞ্জুর করেন। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার রিমান্ড আজ থেকেই কার্যকর হবে।

মৌলভীবাজার ছাত্রলীগের অভ্যন্তরীণ গ্রুপিংয়ে ২০১৭ সালের ৭ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের ফটকের সামনে হত্যা করা হয় সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী শাবাব এবং ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাহিদ আহমদ মাহিকে। এ হত্যাকাণ্ডের দুই দিনপর ৯ ডিসেম্বর নিহত ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আলী শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ছাত্রলীগ কর্মী আনিসুল ইসলাম তুষারকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। আদালতে আত্মসমর্পণ করার আগ পর্যন্ত তুষার পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।