ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
সৈয়দপুর বোতলাগাড়ী ইউনিয়নের বাজেট ঘোষণা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের ২০১৮-১৯ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বাজেটে ২ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার টাকা আয় এবং ২ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ৫শ’ টাকা ব্যয় দেখানো হয়েছে।  

রোববার (২৭ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন- এলজিএসপি- ৩ এর নীলফামারীর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটের মো. আবু হেনা মোস্তফা কামাল।  

বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউপি সচিব মো. আমিনুর রহমান বাজেট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোতালেব হোসেন, সংরক্ষিত নারী সদস্য মোছা. মমতাজ বেগম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।