ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে হেরোইনসহ নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
সিলেটে হেরোইনসহ নারী আটক র‌্যাবের হাতে আটক লিজা বেগম/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ লিজা বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক লিজা নগরের পাঠানপাড়া এলাকার ময়না মিয়ার কলোনির ভাড়াটিয়া বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার সদরের পাগলা এলাকার জামাল উদ্দিনের মেয়ে।

শনিবার (২৬ মে) দিনগত রাতে ময়না মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দুপুরে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে পাঠানপাড়া নুরপুর কলোনির সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-৯ এর অভিযানিক দল। এসময় তার কাছ থেকে সাড়ে ৮ হাজার টাকা মূল্যের ৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

পরে জব্দ করা হেরোইনসহ আটক লিজাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।