ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘বুমারস’সহ দুই রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, মে ২৭, ২০১৮
‘বুমারস’সহ দুই রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন

ঢাকা: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা এবং অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে রাজধানীর বেইলী রোডের অভিজাত দুই রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ মে) দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।

মশিউর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার অভিযোগে ‘বুমার্স ক্যাফে’ কে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযানে অনুমোদনহীন সস রাখার দায়ে  ‘এসবারো ক্যাফে’ কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।