ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাজেট ঘোষণা নলডাঙ্গা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাজেট ঘোষণা

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৭ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।  

বাজেটে রাজস্ব খাতে ২৩ লাখ ৬০ হাজার ৮৪৯ টাকা ও উন্নয়ন খাতে ৩০ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজিএসপি-৩ নাটোর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) আব্দুল্লাহ আহম্মেদ ইমন বিন রেজা, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. নূর হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসাদ্দেকুল ইসলাম (বাদশা), সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম, উপজেলা আওয়ামী লীগ সহ প্রচার সম্পাদক এসএম ফুকরুদ্দিন ফুটু, ইউপি সচিব মো. আলী আহসান প্রমুখ।  

বাংলাদেশ সময় ১৭০২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।