ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আটোয়ারীতে বজ্রপাতে ৭ ঘর ভস্মিভূত, ৪ গরুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
আটোয়ারীতে বজ্রপাতে ৭ ঘর ভস্মিভূত, ৪ গরুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বজ্রপাতের আগুনে সাতটি ঘর ভস্মিভূত ও চারটি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ মে) সকালে ঝলঝলি গ্রামের মৃত ঢাউডা মোহাম্মদের বাড়িতে বজ্রপাতের এ ঘটনা ঘটে। পরে পঞ্চগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্ষতিগ্রস্ত মুক্তা মিঞা বাংলানিউজেক জানান, ‘পাশের ঘরে বজ্রপাত হলে এতে আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমরা কোনো রকমে বেরিয়ে এসে প্রাণে বেঁচলেও ঘরের কোনো কিছুই বাঁচাতে পারিনি। ’

১ নম্বর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুই ভাইয়ের চারটি গরু, নগদ অর্থ, ধান, চাল, গম, আসবাবপত্র, সাতটি ঘরসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।