ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুধবার থেকে বাসের টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মে ২৭, ২০১৮
বুধবার থেকে বাসের টিকিট অগ্রিম টিকিট দিচ্ছেন বাস মালিকরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বুধবার (৩০ মে)। তবে ঈদ উপলক্ষে এসি বাসের টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে।

রোববার (২৭ মে) বাংলাদেশ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও সোহাগ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার সোহেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের ঈদ যাত্রায় নন এসি বাসের টিকিটে ১০০ টাকা করে দাম বাড়িয়ে দিয়েছেন বাস মালিকরা।

তবে এসি বাসের টিকিটের দাম থাকছে আগের মতোই।

দেশব্যাপী রাস্তা সংস্কার চলায় সিডিউলের ক্ষেত্রে কিছুটা বিপর্যয় দেখা দিতে পারে এমন আশঙ্কা বাস মালিকদের। এরপরও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ফারুক তালুকদার বলেন, সারাদেশে বাসগুলো যথা সময়ে ছেড়ে যাবে। তবে রাস্তা খারাপ থাকায় কিছুটা বিলম্বও হতে পারে। আমরা যথা সময়ে সব রুটে বাস ছাড়ার চেষ্টা করবো।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার এসি বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে আরও দু’দিন আগে। তারা বলছেন, এসি বাসের কোনও টিকিটের দাম না বাড়ায় অগ্রিম টিকিট বিক্রি আগে শুরু করা হয়েছে।

গ্রীন লাইন পরিবহনের ম্যানেজার আবদুল কাদির বাংলানিউজকে বলেন, আমাদের টিকিট বিক্রি চলছে। রিটার্ন টিকিট নিতে হলে যাত্রীদের সংশ্লিষ্ট এলাকা থেকে টিকিট নিতে হবে।

তিনি বলেন, ২৫ মে থেকে আমরা অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ বিক্রি করা হবে।

ঈদে টিকিটের দাম বেড়েছে কিনা জানতে চাইলে কাদির বলেন, এসির দাম আগের মতোই থাকছে, বাড়েনি।

শ্যামলী পরিবহনের গাবতলী কাউন্টারের ম্যানেজার রাজিব বলেন, টিকিট প্রতি ১০০ টাকা বাড়বে। ৩০ মে থেকে এ বর্ধিত দামেই টিকিট কিনতে হবে যাত্রীদের।

তিনি বলেন, শুধু নন এসির ক্ষেত্রেই দাম বাড়ছে। তবে রির্টান টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে।

জেআর পরিবহনের কল্যাণপুর কাউন্টার ম্যানেজার রাজ্জাক বলেন, ঈদে টিকিটে দামের বিষয়ে এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নন এসির ক্ষেত্রে কিছুটা দাম বাড়তে পারে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
ইএআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।