ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঘাটাইলে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মে ২৭, ২০১৮
ঘাটাইলে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একই রশিতে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। 

রোববার (২৭ মে) ভোরে উপজেলার বগা (মধ্যপাড়া) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

মৃতরা হলেন বগা গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও তার স্ত্রী খাদিজা খাতুন (২৪)।

খাদিজা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় তিন মাস আগে খাদিজাকে দ্বিতীয় বিয়ে করেন তারা। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুমাইয়া বেগম আদালতে মামলা করেন। এদিকে, দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে ঢাকায় চলে যান তিনি। তিনি খাদিজাকে নিয়ে শনিবার ঢাকা থেকে বাড়ি এলে পরিবারের সবাই দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে (তালাক) দিতে বলেন। কিন্তু এতে রাজি না হয়ে সবার অজান্তে রোববার ভোরে বাড়ির পাশের আমগাছে দু’জন একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।