ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
হাতীবান্ধায় নবজাতকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় শনাক্ত করা যায়নি।

রোববার (২৭ মে) সকালে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের মূল ফটকের সামনে কে বা কারা সদ্য জন্ম নেওয়া নবজাতকটির মরদেহটি ফেলে যায়।

সকালের দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৮
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।