ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৮
মাদারীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত ২

মাদারীপুর: মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকচাপায় আলেফ সরদার (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। 

রোববার (২৭ মে) সকালে ঘটকচর-কলাবাড়ী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলেফ সরদার কেন্দুয়া ইউনিয়নের তালতলা গ্রামের রহমান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটকচর থেকে তালতলা এলাকায় যাওয়ার উদ্দেশে একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি করে আলেফ সরদার ও তার স্ত্রী রওনা দেন। ভ্যানগাড়িটি ঘটকচর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ভ্যানে থাকা যাত্রী আলেফ সরদার মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী চায়না বেগম ও ভ্যানচালক ইউসুফ হোসেন গুরুতর আহত হন।  

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।