ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবালয়ে প্রবাসীর স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, মে ২৭, ২০১৮
শিবালয়ে প্রবাসীর স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আয়েশা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার ছেলে এ ঘটনাকে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে দাবি করলেও থানা পুলিশের মন্তব্য বিষপানে আত্মহত্যা করেছে আয়েশা।

শনিবার (২৬ মে) দিনগত গভীর রাতে উপজেলার ছোট বুতুনী এলাকায় এ ঘটনা ঘটে।

সৌদী প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী আয়েশা তার অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলে মবিনকে নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন।

১২ বছর বয়সী মেয়ে সোহানা আক্তার একটি আবাসিক মাদ্রাসায় পড়ে এবং সে সেখানেই থাকে।
 
মবিন বাংলানিউজকে জানান, রাত ১টার দিকে পার্শ্ববর্তী বিলবরইল গ্রামের মনোর উদ্দিন বারন বেপারির ছেলে আজাদ (৪০) তার মাকে ঘর থেকে জোর করে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে যান এবং ঘর থেকে বাহির পর্যন্ত শিকল দিয়ে বেধে রাখেন। পরে তার মাকে মারধর করে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থানে ফেলে রেখে তিনি চলে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে আয়েশা বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন। মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মে ২৭, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।