ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলাপুর ও কড়াইল বস্তিতে ডিএমপি'র সাঁড়াশি অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
কমলাপুর ও কড়াইল বস্তিতে ডিএমপি'র সাঁড়াশি অভিযান কমলাপুর ও কড়াইল বস্তিতে ডিএমপি'র সাঁড়াশি অভিযান

ঢাকা: রাজধানীর কমলাপুরের টিটি পাড়া বস্তি ও কড়াইল বস্তিতে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ মে) রাত ৯টার দিকে শুরু হওয়া এ অভিযানে রয়েছেন সহস্রাধিক পুলিশ সদস্য।

কাউন্টার টেরোরিজম এন্ড টান্সন্যাশনাল ক্রাইমের (সিসিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানান, কমলাপুর থেকে ২২ জন এবং কড়াইল বস্তি থেকে ৩০ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

এসময় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা ও এক মণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, মাদক বিক্রেতাদের তালিকা নিয়েই মাঠে নেমেছে পুলিশ। নগরীকে মাদকমুক্ত করতে এ অভিযান চলছে।

অভিযানে থানা পুলিশ, কাউন্টার টেররিজম এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা রয়েছেন বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সুনির্দিষ্ট আইন এবং বিধিবিধান মেনেই অভিযান চালানো হচ্ছে। মাদক একটি অপরাধ, আর এ অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো কিছু বিবেচনায় না নিয়েই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।