ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে নবজাতক উদ্ধার, ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
রাজধানীতে নবজাতক উদ্ধার, ঢামেকে ভর্তি উদ্ধার করা নবজাতক। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কাফরুল শেওড়াপাড়া এলাকা থেকে একটি নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নবজাতকটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক কুমার দাস মজুমদার বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শেওড়া পাড়া গ্রিন ইউনিভার্সিটির সামনে রাস্তার আইল্যান্ড থেকে টাওয়াল দিয়ে মোড়ানো একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়।

পরে তাকে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়।  

ওয়ার্ডের দায়িত্বরত চিতিৎসকের বরাত দিয়ে  এস আই পুলক রাত এগারোটার দিকে বাংলানিউজকে আরও জানান, ঢাকা মেডিকেলের ২১১ নবজাতক ওয়ার্ডে শিশুটিকে ভর্তি করা হয়। শিশুটির ওজন ৩ কেজি ৮ শ গ্রাম এবং বর্তমানে শিশুটি সুস্থ আছে।  

তিনি বলেন, শিশুটিকে যখন উদ্ধার করা হয়েছে তখন একটি তাওয়াল দিয়ে মোড়ানো ছিল। তাওয়াল খুলে দেখা যায় তার গায়ে গ্রামীন চেকের চেক শার্ট পরানো। শিশুটিকে কে বা কারা ফেলে গেল সেটা পুলিশ খতিয়ে দেখবে।
 

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এজেডএস/টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ