ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুল্লুক মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ মে) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের নবীনাবাদ এলাকায় জিঞ্জিরাম নদীতে এ ঘটনা ঘটে। নিহত মুল্লুক মিয়া নবীনাবাদ গ্রামের আজগর আলীর ছেলে।

স্থানীয় ইউপি পরিষদের সদস্য সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মুল্লুক মিয়া জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে হয়। এতে ওই কৃষক নদীতে তলিয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ উদ্ধার করার জন্য স্থানীয়রা জাল নিয়ে চেষ্টা করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।