ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আটপাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ২৬, ২০১৮
আটপাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজার এলাকায় ভোক্তা অধিকার আইনে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ মে) বিকেলে নেত্রকোনার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ্ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।  

বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজে শাহ্ আলম জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে মেয়াদউত্তির্ন ওষুধ ও খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

 

এরমধ্যে স্বর্ণা মেডিকেল হলকে ১০ হাজার টাকা, জান্নাত মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, আমিন মেডিকেল হলকে পাঁচ হাজার ও শুভ বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।

অভিযানে উপস্থিত ছিলেন- জেলা বাজার কর্মকর্তা আজমল হোসাইন, আটপাড়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আমিরুল ইসলামসহ জেলা পুলিশ সদস্যরা।

জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক শাহ্ আলম।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।