ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেনেভা ক্যাম্পে অভিযান: ৭৭ মাদক বিক্রেতার জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ২৬, ২০১৮
জেনেভা ক্যাম্পে অভিযান: ৭৭ মাদক বিক্রেতার জেল র‌্যাবের মাদক বিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১৫৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ১৩ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এর মধ্যে ৭৬ জনের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। বাকি ৭৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২৬ মে) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জেনেভা ক্যাম্পে পরিচালিত বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৫৩ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘ওই সময় র‌্যাবের অনেকগুলো ইউনিট এক সঙ্গে কাজ করেছে। অনেককেই আটক করা হয়। তাই যাচাই-বাছাই ছাড়া তাৎক্ষণিক নির্দিষ্ট সংখ্যা জানানো সম্ভব হয়নি। ’

আরও পড়ুন>>
** জেনেভা ক্যাম্পে অভিযান চলবে

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মে ২৬, ২০১৮
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।