ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগামী সপ্তা‌হে সাংবা‌দিক‌দের মহার্ঘ ভাতা ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
আগামী সপ্তা‌হে সাংবা‌দিক‌দের মহার্ঘ ভাতা ঘোষণা বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আগামী সপ্তা‌হে সাংবা‌দিক‌দের মহার্ঘ ভাতা ঘোষণা করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শ‌নিবার (২৬ মে) সন্ধ্যায় ঢাকা রি‌পোর্টাস ইউ‌নি‌টির (ডিআরইউ) ২৩তম প্র‌তিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহ‌ফি‌লে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, আশা করছি আসছে সপ্তা‌হেই আমরা সাংবাদিকদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা কর‌তে পার‌ব।

তবে সাংবা‌দিক‌দের একটা বিষয় ম‌নে রাখ‌তে হ‌বে। তাদের নির‌পেক্ষতার না‌মে জ‌ঙ্গিবা‌দের প‌ক্ষ নেওয়া যা‌বে না। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে। এখন জ‌ঙ্গিবাদ আর মাদ‌কের বিরু‌দ্ধে যুদ্ধ চল‌ছে। তারপ‌রও জ‌ঙ্গিরা শোধরায় না।

এর আ‌গের বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ব‌লেন, সাংবাদিক সমা‌জের দীর্ঘ দি‌নের দাবি মহার্ঘ ভাতার ঘোষণা আস‌ছে ঈ‌দের আ‌গেই। এবা‌রের ঈ‌দে সাংবা‌দিক‌দের ঈদ বোনাস হি‌সে‌বে এই  মহার্ঘ ভাতা ঘোষণা কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

‌ডিআরইউ সভাপ‌তি সাইফুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রা‌খেন, প্রধানমন্ত্রীর বি‌শেষ সহকারী সে‌লিনা খাতুন, প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াসমিন, বিএফইউ‌জে সভাপ‌তি মুঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবা‌দিক নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ