ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
সাভারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সাভার (ঢাকা): সাভারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৬ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহাপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার সময় আমিনবাজার সালেহাপুর ব্রিজে পৌঁছালে অপরদিক থেকে অাসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে রাস্তার উভয়পাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।