ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
মুন্সিগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দেওভোগ এলাকার মৃত নূর ইসলাম সরকারের ছেলে মামুন সরকার (৪৫) ও টংগিবাড়ী উপজেলার ধলাগাও বাজার এলাকার আ. রহমানের ছেলে মো. সাকিল (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান বাংলানিউজকে জানান, দুপুরে দেওভোগ এলাকা থেকে দুই পিস ইয়াবা ও ২০০ মিলিগ্রাম বাংলা মদসহ মামুনকে ও ধলাগাও বাজার থেকে পাঁচ পিস ইয়াবাসহ সাকিলকে অাটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে মামুনকে এক বছর এবং সাকিলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।