ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে সরবরাহকৃত পানি পান করে শতাধিক ব্যক্তি অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মে ২৬, ২০১৮
সৈয়দপুরে সরবরাহকৃত পানি পান করে শতাধিক ব্যক্তি অসুস্থ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার সরবরাহকৃত পানি পান করে নারী-শিশুসহ প্রায় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। 

শনিবার (২৬ মে) শহরের বাঁশবাড়ি এলাকায় পৌরসভার সরবরাহকৃত পাইপ লাইনের পানি
পান করায় এ ঘটনা ঘটে। আক্রান্তরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে আসা শহরের বাঁশবাড়ি মহল্লার গৃহবধূ আয়শা বেগমের (৬৫) ছেলে রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, চিকিৎসক ডেকেও পাচ্ছি না, ওষুধ নেই, স্যালাইন নেই। তাই মাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে যাচ্ছি।  

এ সময় একই মহল্লা থেকে আসা কলেজছাত্রী নিঘাত পারভীন (১৯) বাংলানিউজকে জানান, তিনিও পৌরসভার সাপ্লাইয়ের পানি পান করে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না।

ডায়রিয়া ওয়ার্ডের সেবিকা সাহেদা বেগম বাংলানিউজকে জানান, শহরের বাঁশবাড়ি এলাকা থেকে প্রচুর রোগী আসছেন। তারা তাদের সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
 
এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার বাংলানিউজকে জানান, সরবরাহকৃত পানিতে সমস্যা থাকতে পারে। পাইপ লাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। দু’একদিনের মধ্যেই ওই এলাকার মানুষ সুপেয় পানি পাবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।