ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনের চাকায় পা হারানো রনির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, মে ২৬, ২০১৮
ট্রেনের চাকায় পা হারানো রনির মৃত্যু রনি। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের চাকায় পা-হারানো রনির মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢামেক হাসপাতালের একটি ওয়ার্ডে রনির মৃত্যু হয়েছে।

ফেনীর দাগনভূ‍ঁইয়া উপজেলা থেকে রনির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রনির মা পারভীন।

তিনি জানান, তার একমাত্র ছেলে রনি ট্রেনে ঘুরে ঘুরে পানি বিক্রয় করতো। থাকতো কোন এলাকায় তা তিনি জানেন না। মাঝে মধ্যে বাড়িতে গিয়ে তাকে টাকা দিতো।

রনির ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যায় তার পরিবার।

এর আগে, শুক্রবার (২৫ মে) রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়ে রনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।