ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে শিশু পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বরিশালে শিশু পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

বরিশাল: বরিশালে শিশু পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ মে) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২৫ মে) রাতে নগরের রসুলপুর বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তাদের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন স্থান থেকে ১১ জন শিশুকে ভারতে পাচারের অভিযোগ রয়েছে।

আটকরা হলেন- ওই বস্তির মুক্তা, চামেলি ও হারুন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান বলেন, সম্প্রতি মুক্তা দুই শিশুকে ভারতে পাচারের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার করা ওই শিশুটি রসুলপুর বস্তিতেই থাকে।

তিনি আরও বলেন, বাকি শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি।
আটকদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।