ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, মে ২৬, ২০১৮
বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নওগাঁ: পারিবারিক কলহের জের ধরে নওগাঁয় বড় দুই ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খোকনের (৩২) মৃত্যু হয়েছে। 

শনিবার (২৬ মে) দুপুরে নওগাঁ সদর উপজেলার কাদোয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। খোকন সদর উপজেলার কাদোয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খোকনের সঙ্গে তার বড় দুই ভাই মো. এমদাদুল এবং ফিরোজের মধ্যে পারিবারিকভাবে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে তিন ভাইয়ের মধ্য ঝগড়া বাধে। এক পর্যায়ে বড় দুই ভাই এমদাদুল এবং ফিরোজ লাঠি দিয়ে ছোট ভাই খোকনের মাথায় আঘাত করে। এতে খোকন গুরুত্ব অাহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।