ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮
কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ আহত আনোয়ার। ছবি বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। এসময় গণপিটুনিতে এক ডাকাত গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৫ মে) রাত ১২টার দিকে ক্যামেলিয়া চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-শ্রীমঙ্গল উপজেলার পুসবাগ এলাকার মো. সাদ মিয়ার ছেলে শাহ আলম (২৮), একই উপজেলার রামনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মুহিদ কিবরিয়া (৩৮) ও ভৈরব বাজার এলাকার শেখ হায়দার আলীর ছেলে মো. আনোয়ার আহম্মদ (৩৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ওই তিনজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। টের পেয়ে স্থানীয়রা তাদের দেশীয় অস্ত্রসহ আটক করেন। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।  

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, গণপিটুনিতে ওই তিনজনের মধ্যে আনোয়ার গুরুতর আহত হয়েছেন। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা থানা হেফাজতে আছেন।  

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।