ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৮
শ্যামনগরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জেবুন্নেছা (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত জেবুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ সরদারের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, আব্দুল আজিজ তারাবির নামাজ পড়তে গেলে দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকে তাদের ঘরে প্রবেশ করে। এরপর তারা জেবুন্নেছার মুখে গেঞ্জি ঢুকিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তারা দু’টি মোবাইল ফোন ও ওই নারীর কানের দুল ছিঁড়ে নিয়ে যায়। তারাবির নামাজ শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী ঘটনাস্থল থেকে জানান, কারা কেন তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, মে ২৬, ২০১৮ 
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।