ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

এবার ট্রেনের চাকায় পা হারালো কিশোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এবার ট্রেনের চাকায় পা হারালো কিশোর পা হারানো রনি। ছবি বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে রনি (১৫) নামে এক কিশোর। 

শুক্রবার (২৫ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন আল-আমিনসহ কয়েকজন পথচারী।

 

আল-আমিন জানান, কমলাপুরগামী একটি ট্রেন থেকে নামতে গেলে ট্রেনের চাকায় রনির ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তিনিসহ কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, আহত রনি কাছ থেকে তারা জানতে পেরেছেন যে সে পানি বিক্রি করে। কমলাপুর থেকে ট্রেনে পানি বিক্রি করতে করতে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় যায়। পরে বিমানবন্দর থেকে আবার পানি বিক্রি করতে করতে কমলাপুরে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে। তার বাবার নাম নাসির উদ্দিন। তবে তার ঠিকানা জানা যায়নি।  

ঢাকা মেডিকেল পুলিশ বক্স এর উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রনির অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।