ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনাকুঞ্জে বন্ধু সমাজের ইফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
সেনাকুঞ্জে বন্ধু সমাজের ইফতার বাংলাদেশ বন্ধু সমাজ’র ইফতার ও দোয়া মাহফিল। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়ার লক্ষ্যে বরেণ্য ব্যক্তিদের সম্মানে রাজধানীর ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’র ইফতার ও দোয়া মাহফিল।

শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতির এফ আহমেদ খান রাজীব।

সরকারি-বেসরকারি সব পর্যায়ের শীর্ষ ৩শ জনের মতো দেশ বরেণ্য ও দেশ প্রেমিকদের উপস্থিতি সম্পৃক্ততায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ বন্ধু সমাজ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতির এফ আহমেদ খান রাজীব বলেন, ‘দেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের মডেল হিসেবে সৃষ্টির প্রত্যাশায় মত-পার্থক্য বিরোধ নিষ্পতি এবং দেশব্যাপী বন্ধুত্ব স্থাপনে হিংসা বর্জনে কাজ করবে ‘বাংলাদেশ বন্ধু সমাজ’।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।