ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৫, ২০১৮
রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক আটক নাঈম।

রাজশাহী: রাজশাহীর খানপুর সীমান্ত এলাকা থেকে গুলি ও বিদেশি পিস্তলসহ নাঈম ইসলাম নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক নাঈম মহানগরীর দাসপুকুর বৌবাজার মহল্লার আক্কাস আলীর ছেলে।

শুক্রবার (২৫ মে) বিকেল ৩টার দিকে রাজশাহীর খানপুর পদ্মানদীর চর থেকে অস্ত্রসহ নাঈমকে আটক করা হয়।

এ সময় কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি, নগদ এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বিজিবি-১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খানপুর সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি সদস্য নিয়মিত টহলের সময় অস্ত্রসহ নাঈমকে আটক করে। এ সময় অনন্ত মিয়া ও আল-আমিন নামে আরও দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের বাড়ি মহানগরীর চণ্ডিপুর এলাকায়।

এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।