ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৫, ২০১৮
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৬ ছবি: প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরে চলমান মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় মাদক বিক্রেতাসহ ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৪২২ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুর ১২টা থেকে শুক্রবার (২৫ মে) দুপুর ১২টা পর্যন্ত ফরিদপুরের নয়টি উপজেলায় এ গ্রেফতার অভিযান চালানো হয়।

অভিযানকালে ১০ জন মাদক বিক্রেতা, ১৩ জন মাদকসেবী, ১২ জন পলাতক আসামি ও ৩৬ জন ওয়ারেন্টভুক্ত এবং পাঁচজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বাংলানিউজকে বলেন, ২৪ ঘণ্টায় কোতয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ ২০ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বাংলানিউজকে বলেন, নয়টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ৭৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৪২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।