ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরিপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
হরিপুরে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৫ মে) সকালে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের লহুচাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের লহুচাদ গ্রামের মৃত আশানুরের ছেলে মাঈনুদ্দিন (২৬) ও একই গ্রামের বাবলুর স্ত্রী সরিফন (৪৪)।

দগ্ধ নঈমুদ্দিন (২৪) নিহত মাঈনুদ্দিনের ভাই।

স্থানীয়রা জানান, সকালে মাঈনুদ্দিন ও নঈমুদ্দীন ধান ক্ষেতে যাচ্ছিলেন। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে তারা জমির পাশে বাবলুর বাড়িতে আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে বাবলুর স্ত্রী সরিফন, মাঈনুদ্দিন ও নঈমুদ্দিন গুরুতর দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে রাণীশকৈল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সরিফন ও মাঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন। দগ্ধ নঈমুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন।

ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।