ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছে সরকার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, মে ২৫, ২০১৮
দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছে সরকার  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি

ভোলা: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

শুক্রবার (২৪ মে) ভোলার চরফ্যাশনে কুলছুমবাগ এ. মোতালেব মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নারীদের মধ্যে ঈদুল ফিতরের শাড়ি বিতরণ ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি দেশের অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে বিশ্বের মধ্যে অন্যতম দেশ হিসেবে একসময় সফলতা অর্জন করবে বাংলাদেশ।

এর আগে তিনি ৮৮ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন ঘোষেরহাট লঞ্চঘাট সংরক্ষণ ও ড্রেজিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সূধী সমাবেশে বক্তব্য রাখেন।  

পরে ব্রজগোপাল টাউন হলে সর্বস্তরের জনগণ ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।